Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্পোরেশনের বিভিন্ন ধরনের ঋণ সেবা
  • কুষ্টিয়া শাখা অফিসের ঋণের প্রডাক্টসমূহঃ     

 

১। পল্লীমা ঋণ:  ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকা, পেরি আরবান, উপজেলা সদর গ্রোথ সেন্টার এলাকার নাগরিকগণ ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায় পল্লীমা ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ১০০.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৮.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫ ও ২০ বছর।

 

২। আবাসন উন্নয়ণ ঋণ:  ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকা, পেরি আরবান, উপজেলা সদর গ্রোথ সেন্টার এলাকার নাগরিকগণ ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায় আবাসন উন্নয়ন ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ১০০.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৮.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫ ও ২০ বছর।

 

৩। প্রবাসবন্ধু ঋণ:  মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ফ্রান্স, গ্রিস, জাপান, সৌদিআরব এবং অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ ব্যাক্তি, গ্রুপ ভিত্তিক মালিকানায় ফ্ল্যাট ক্রয়ের জন্য প্রবাসবন্ধু ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ১০০.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৮.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫, ২০ ও ২৫ বছর।

 

৪। আবাসন মেরামত ঋণ:  ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকার নাগরিকগণ ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায় আবাসন মেরামত ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ২৫.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৮.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫ ও ১০ বছর।

 

৫। কৃষক আবাসন ঋণ:  পেরি আরবান, উপজেলা সদর ও গ্রোথ সেন্টার এলাকার স্থায়ী বাসিন্দা ও সচ্ছল কৃষকগণ  ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায় কৃষক আবাসন ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ৩০.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৭.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫,  ২০ ও ২৫ বছর।

 

৬। ফ্ল্যাট ঋণ:  জেলা সদর এলাকা, পেরি আরবান, উপজেলা সদর ও গ্রোথ সেন্টার এলাকার নাগরিকগণ ফ্ল্যাট ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ৬০.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৯.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫,  ২০ ও ২৫ বছর।

 

৭। ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ:  জেলা সদর এলাকায় বায়না চুক্তি ও ফ্ল্যাট ক্রয়ে আবদ্ধ ফ্ল্যাট ক্রেতা এবং ইতোমধ্যে কর্পেোরেশন হতে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আংশিক অথবা সম্পূর্ন টাকা গ্রহণকারী ঋণ গ্রহীতাগণ ফ্ল্যাটটি বন্ধক প্রদান সাপেক্ষে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ নিতে পারবেন।

ঋণের সিলিং : ১৫.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৯.০০%

ঋণ পরিশোধের মেয়াদ : ৫ বছর।

 

৮।সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ও ফ্ল্যাট ঋণ:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর/পরিদপ্তর/কার্যালয়সমূহে শুধুমাত্র স্থায়ীপদের বিপরীতে  নিয়োগপ্রাপ্ত কর্মচারী, জুডিশিয়াল সার্ভিসে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর শিক্ষক/কর্মচারীগণ ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায় গৃহ নির্মাণ ঋণ ও ফ্ল্যাট ঋণ নিতে পারবেন। 

ঋণের সিলিং : ৭৫.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : (৪+৫)=৯.০০% (৪% কর্মচারী কর্তৃক প্রদেয় এবং ৫% সরকার কর্তৃক ভর্তুকি হিসেবে প্রদেয়)

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫,  ২০ ও ২৫ বছর।

৯।  স্বপ্ননীড় ঋণঃ 

ঋণের সিলিং : ২৭.০০  লক্ষ টাকা।

ঋণের সুদের হার : ৮.০০% 

ঋণ পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫,  ২০ ও ২৫ বছর।

 

 

ইসলামি শরিয়াহ ভিত্তিক বাড়ি নির্মাণ বিনিয়োগ:

১। মনজিল ঃ ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকা, পেরি আরবান, উপজেলা সদর গ্রোথ সেন্টার এলাকার নাগরিকগণ ব্যাক্তি ও গ্রুপ ভিত্তিক মালিকানায়  নিতে পারবেন।

বিনিয়োগের সিলিং : ১০০.০০  লক্ষ টাকা।

মুনাফা হার : ৮.০০%

পরিশোধের মেয়াদ : ৫, ১০, ১৫ ও ২০ বছর।